আমি তো কবি হতে চাইনি!
মজদুর হয়ে গড়তে চেয়েছি দেশ,
কিন্তু এ কি!
শোষণের কল এখনও দিচ্ছে ফাঁকি!
গণতন্ত্রের গাল ভরা বুলি
চোখে বেঁধে দিল নিয়তির ঠুলি,
কার কাছে আজ চাইব কৈফিয়ৎ!
হেন কাজ নেই,
আপন স্বার্থে করিছে দানবগণ,
অথচ বজ্রমুষ্টি উত্থিত হলে
চারিদিকে চলে গুলি!
আবার কাহারও ওষ্ঠাধরে
বিজয়ের আনন্দ ধ্বনি!
আমি সুখের প্লাবন চাই না-
চাই ন্যুনতম অধিকার,
নিয়ম আজিকে বন্দীশালায়
কে খুলিবে তার রুদ্ধ দ্বার!
কে করিবে আজ নতুন করিয়া
বঞ্চিত তরে পণ,
কে ভাঙ্গিবে আজ দুখের আগল
হিম্মৎ আছে কার!
আজ ভালবাসা নেই হৃদয়ের মাঝে
আতঙ্ক করিছে বাস,
শ্বেত শাড়ি পড়ে বধুয়া কাঁদিছে
এ কেমন উপহাস!
এ কি নিয়তির পরিহাস!
না কি কল্পিত চেতনার লুকায়িত অভিলাষ?