শুভ্র বসনে দেখি রক্তের দাগ!
তবু মানবতাবাদীরা কেন নীরব আজ?
সাড়ে চৌদ্দশত বছরের ইতিহাস আজও উজ্জল;
অথচ, শতাব্দী পূরণ না হতেই পর্দা ফাঁস!
তেলবাজ তবু উম্মাহকে করে ভাগ!
এ কি নয় অমার্জনীয় অপরাধ?


নব্য সভ্যতা পালন করে নীরবতা!
শুধু কি তাই, শয়তানের ঘৃণীত দোসরকে
সম্বর্ধনা দেয়া হয় কমন শত্রুর নিষ্পাপ খুনে!
হায়! কি অপূর্ব উচ্ছাস আর উন্মাদনা!
উৎসবের এও এক বিভৎস নিদর্শন!
সাক্ষ্য দিবে নির্ভয়ে চূড়ান্ত সময়।


এ সভ্যতা মানবতার দোহাই দিয়ে
নিরন্তর করে নিকৃষ্ট বিজয়ের অহংকার!
আদতে, এ নয় মার্জিত মানবিক সভ্যতা,
জিঘাংসাপ্রিয় ঘাতকদের সম্মিলিত ভ্রষ্ট-সংঘ!
হিংস্রতার নগ্ন প্রদর্শনীর উদ্ভট আয়োজন!
বাকিরা পরিণতি দেখার অপেক্ষায়!


এ বিজয় থাকবে তো নিরবধি নিরঙ্কুশ?
সময় কি সর্বদাই বিনম্র থেকে উৎসাহ দেয়?
নাকি কখনো কখনো ভরাডুবিরও সাক্ষী হয়ে যায়;
পৃথিবী বুঝি আরেকবার সে দৃশ্যই দেখতে চায়!
এবার হয়তো চুড়ান্ত ভাবেই প্রমাণিত হবে,
স্রষ্টা বলে সত্যিই কিছু আছে কি নাই!