দোলনায় দোলে শিশু নির্ভাবনায়;
কখনও হাসে ফের কখনও হাসায়,
কত কথা বলে সে নিজের ভাষায়!
জননী স্বপ্ন দেখে সুখের আশায়।


পা পা করে হাটে যবে আঙিনাটা জুড়ে,
প্রিয় জন কথা বলে সুমধুর সুরে,
প্রবাসে বাবা বসে ভাবে সারাক্ষণ
দোয়া করে সুখে থেকো সারাটি জীবন।


বাবা আসে খোকা হাসে করে আলাপন
উৎসব-আনন্দের চলে আয়োজন;
ফের বাবা চলে যায় করিয়া রোদন
খোকার সুখের তরে করিতে সাধন!


বয়সের সাথে সাথে বাড়ে জ্বালাতন
চিনে নেয় দিনে দিনে নেশার ভুবন!
রাজনীতি, প্রেম-প্রীতি করেছে আপন
ক্ষণে ক্ষণে মনে দেহে জাগে শিহরণ!


কোমরে অস্ত্র দিয়ে বলে বড় ভাই!
আমি আছি তোমাদের কোন ভয় নাই;
চেটে পুটে খেতে থাক, ডরাবে সবাই!
মনে মনে বলে নেতা, আমি গদি চাই!


প্রিয় জন ছেড়ে খোকা দূরে সরে যায়
মমতায় পড়ে টান শোকের ছায়ায়,
বাবা-মা’র বুক ভাসে নয়নের জলে
লাশ হয়ে আসে খোকা মায়ের আঁচলে!