মনে হয় কতদিন দেখিনি একটা
সূর্যকরোজ্জ্বল, কুয়াশামুক্ত সোনালি সকাল!
তপ্ত দিনশেষে আবার ফিরে আসে
হতাশাগ্রস্ত রিক্ত মনের বিষাদভরা বিকাল।


একটা নির্মল প্রেম পদ্যের তরে
নিবেদিত কবিদের দেখি সেকি হাপিত্যেশ!
সময়ও জীবনকে করে পরিহাস,
প্রেমহীন বিমিশ্র সমাজে মিটে না পিয়াস!


দেহই পণ্য যখন কর্দমাক্ত মন!
সুশীলের মনেও বিষ! নয় কেউ বিশেষ!
বিকলাঙ্গের অন্তরে জ্বলে বিদ্বেষ
তাকে ভাবো উষ্ণীষ তাই সঞ্চয় নিঃশেষ।


নিয়ম ভুলে সম্মোহিত জৌলুসে
শূন্যতার বৃত্তে হারিয়েছ ওপারের বিশ্বাস!
বাড়ন্ত বিত্তে তবু চিত্ত নিরাশ
পড়ন্ত বৈকালেও হৃদয়ের মাঝে অবিশ্বাস!