শৈশব আঁচলে বাঁধা
কৈশোরে লেগেছে কাঁপন!
বখে গেছে তারুণ্য
যৌবনে ধরেছে পচন!


পৌঢ়েও চুপিসারে
খেলে যায় পরকিয়া,
বৃদ্ধেরা ধরে রাখে
মোহ’র বাঁধন!


আর কি আছে বল
সবই তো শেষ,
শালীনতা হেরে গেছে!
আর কিছু নেই অবশেষ!