ক’দিন বাদে ভিন্ন স্বাদের গল্প হবে শুরু;
আকাশ ভেঙ্গে আসবে দানব, করবে গুরু গুরু,
যেমন করে সিরিয়াতে ভাঙ্গলো দালান কোঠা
বুঝবে তখন কেমন লাগে, তিতা নাকি মিঠা!


সুখে খেতে ভূতে কিলায়, বদলে যাবে দিন,
আদর সোহাগ করবে না আর বঙ্গ, ভারত, চীন;
ঝি’কে মেরে বউ শাসানো, অনেক পুরোন খেলা
ভারত সাগর লক্ষ্য সবার, ভাসবে বারুদ ভেলা!


হাসতে হাসতে মাথা ব্যথা, ধরবে পেটে খিল;
রঙের ফানুস চূর্ণ হবে, পড়বে যখন ঢিল!
ঘরের সাথে ঘর বানিয়ে বসবে রঙের মেলা
কার ক্ষমতা কোথায় যাবে, বুঝবে তখন ঠেলা!


মূল্যবোধের যেটুক আছে, থাকবে না তাও বাকি
ফিরিঙ্গি আর দালাল মিলে লুটবে সুরা সাকী!
চাই না আমরা এই ভূ-ভাগে যুদ্ধ যুদ্ধ খেলা
খন্ড খন্ড হবে রাষ্ট্র, আর করো না হেলা!


বেচবে বারুদ ঘরে ঘরে যেমন বেচে কলা
স্বাধীনতার বাজবে বারো, বাড়বে আরও জ্বালা!
সময় থাকতে ফিকির কর, কেটে গেলে বেলা,
দু:খ করে কুল পাবে না, যাবে আম আর ছালা!