কবি নাজরিন নাহার এর “যোদ্ধা” কবিতার কমেন্ট বক্সে লেখা এ কবিতাটি তাঁকেই উৎসর্গ করলাম।


যুদ্ধ যুদ্ধ খেলা খেলেছি অনেক,
যুদ্ধের পরে মরে সবার বিবেক!
সত্য মিথ্যা হয়! তাই করি ভয়!
জীবনের সবটুকু করিয়াছি ক্ষয়!


গোধূলি বেলায় নির্জনে ভাবি;
মূল্যবোধটুকু চলে গেছে সবই,
তাইতো ভয় হয়, যুদ্ধ আর নয়;
সবাই আঁকি চল শান্তির ছবি।


আকাশ জুড়িয়া লাগিয়াছে মেঘ
তরা করে চল ফিরে যাই বাড়ি,
একটু পরে আসবে তুফান-ঝড়
হয়তো কেউ যাবে অবনী ছাড়ি!


অতিশয় কষ্ট পাই প্রিয়দের তরে
কেমনে রেখে যাব এই জনপদে!
যেখানে সুখ নেই আছে শুধু শঙ্কা
পশুর হাসি দেখি জীবনের পথে!