প্রলয় থেমে গেলে তুমি আরেকবার এসো-
এক আলোকিত সকালে আমার স্বপ্ননীড়ে।
আবার আমি তোমায় নব সাজে সাজাবো;
সারাবেলা তোমাকে অশ্রু ঝরিয়ে দেখবো।


সাগরে সাঁতরিয়ে যদি আমি বাঁচতে পারি,
যদি,  বেঁচে যাই তপ্ত বায়ুর রুদ্রতা থেকে!
গ্রহাণুর দাপট কখনোই যদি গ্রাস না করে
তবে তুমি দেখো, আবারো আসবো ফিরে।


দাবানলের তাপে জ্বলে গেছে অগণ্য প্রাণ;
ভূকম্পে বর্তিকা-মহল্লা-ইমারত কম্পমান!
সুনামী ধেয়ে এসে করবে স্বোপার্জন ম্লাণ!
তবু আমি আসবো পেতে বিজয়ের সুঘ্রাণ।


তোমার প্রতীক্ষা দেখ প্রত্যাশা করবে পূর্ণ
আমাদের প্রেম যদি কখনো নাই হয় দীর্ণ,
করোনা করলে জয়, জীবনী হবে স্বপ্নময়;
আবারো আসবো দেখতে, নবীন সূর্যোদয়।