সম্ভাবনার খুলে গেছে দ্বার
সত্য বলার চাই অঙ্গীকার,
কতটা সময় হয়ে গেছে পার
শুনেছে জাতি শুধু মিথ্যাচার!


আবারো এসেছে মুক্তির ডাক!
শহীদের আত্মাও দিচ্ছে হাঁক!
যায়নি শুকিয়ে ঐ রক্তের দাগ
ঐক্য গড়ে তোল ভুলে বিরাগ।


দুঃসহ অমানিশা করে প্রতারণা
আর কত অপমান-অবমাননা!
বজ্রমুষ্টি তুলে খুঁজে নাও মোহনা
মিলন প্রয়োজন, আর ভেবো না।


জননীর মুখে দেখি বিষন্ন ভাব
সন্তান বোঝে না তার অভাব!
আঁচলে মুছে চোখ ভুলে খোয়াব-
এবার বদলে যাক জাতির স্বভাব।


নবাবী ছেড়ে হও প্রজা বান্ধব
শান্তির নীড় গড়া নয় অসম্ভব,
প্রজাকে পুড়িয়ে করো না কাবাব!
পাপীকে দিতেই হবে এবার জবাব।