প্রিয় আবরার!
কয়েকটি চরণে লিখে রেখে গেলে
দেশপ্রেমের রঙে রঞ্জিত করে মহাকাব্য।
উৎসর্গ করে গেলে মহামূল্যবান জীবন স্বাধীনতার সুরক্ষায়।


এখন চারিদিকে নিস্তব্ধ সময়!
লক্ষ মায়ের অশ্রুতে সৃষ্টি হলো বিষাদ সিন্ধু!
তুমি দেখে যেতে পারলে না তোমার মায়ের স্বপ্ন সফল হতে!
তবে জাগিয়ে দিয়ে গেলে স্বদেশহিতৈষীর হৃদয়ে দেশপ্রেমের অঙ্গীকার।


নষ্টদের দখলে চলে গেছে পৃথিবী!
প্রজন্মের গতিপথ যদি আঁধারে মিশে যায়,
ছিন্নভিন্ন হয় যদি কাঁটার আঘাতে আদরের অঙ্গ!
অসময়ে-অকাতরে ঝরে যদি পড়ে যায় পুষ্পদল,
একে একে হুমড়ি খেয়ে পড়ে যদি গভীর খাদে!
যেখানে ওঁৎ পেতে বসে আছে যমদূতের মৃত্যুক্ষুধা!


আঁধারের হাতছানির মাঝে কিসের ইশারা?
তবে কি স্বপ্নের অপমৃত্যু প্রত্যাসন্ন?
কোথায় হারালো চেতনার সেই আলোক রস্মি?
যার প্রচ্ছায়ায় হেসেছিল মুক্তির প্রত্যাশা!


কার ইঙ্গিতে দানবের উচ্ছাস স্বপ্নিল উঠোন জুড়ে?
আমি আলো চাই, আরো আলোর সুদীপ্ত ফোয়ারা;
যার উজ্জল প্রভায় আঁধার মাড়িয়ে যেতে পারি মঞ্জিলে।
যেখানে রয়েছে সুবাসিত পুষ্পের আলিঙ্গন,
জীবন যেখানে ছন্দ ছড়ায় অনন্য উচ্চারণে।