যে দিকে তাকাই, দেখি অস্থিরতার বিষবাষ্প
মানসিক মহামারীর জীবাণু হয়ে উড়ছে!
করোনার আঘাতে বিপর্যস্ত মানুষের ঠিকানাও
এখন ভেসে যায় প্রলয়ঙ্করী ঢলের জলে!
হে মহান, বিশ্বাস করি তোমার বন্ধুর বাণী;
হয়তো অচিরেই শুরু হয়ে যাবে মহা যুদ্ধ!
শুনি চারিদিকে লাগাতার বাজিতেছে রণডঙ্কা!
মানুষই-অমানুষ হয়ে কেড়ে নিবে মানুষের প্রাণ!
মরবে বেশুমার মানুষ বন্দুকের আঘাতে!
ঝলসে যাবে বারুদের অবিরাম বিস্ফোরণে!


তারপরও আসবে একটা অনিন্দ্য সুন্দর সকাল;
যে দিনের প্রতীক্ষায় বসে আছি নীরবে।
সে দিন থাকবে না ভাইরাসের চোরা-হামলা!
থাকবে না হাহাকার, থাকবে না অশান্তি।
মানুষে-মানুষে থাকবে না হানাহানি-বিভক্তি;
মনুষ্যত্বের সোপান বেয়ে মানুষই পৌঁছে যাবে
সৃষ্টির শ্রেষ্ঠ জীবের মতই মানবিক স্তরে।
হয়তো থাকবে না এমন সভ্যতার জৌলুস!
থাকবে না কৃত্রিম ভালোবাসার আদিখ্যেতা।
তবে, মায়ের মমতায় হাসবে শিশু নির্ভাবনায়।