প্রতিপক্ষ ঘায়েলের আছে কত সাবলীল রাস্তা!
কুকুর লেলিয়ে দিয়ে সুসভ্যরা করবে শায়েস্তা!
যতই হোক না বিবাহিতা স্ত্রী-
পকেটে রেখ কাবিনের ফিরিস্তি;
নইলে খবর আছে, হয়ে যাবে মজাদার নাস্তা!


অপবাদকে ঘাড়ে নিয়ে বাঁচা, ভাবো কি অবস্থা!
জীবনটা হবে তোমার একেবারে চুরমুর খাস্তা!
বানাবে তোমায় সেনিটারী মিস্ত্রি!
সাথে পাবে বাড়ন্ত অঢেল খিস্তি!
প্রতিবাদ করো না কিন্তু আছে আইনী ব্যবস্থা!


কলমকে লাগাম দাও কবি নইলে হবে হেনস্থা!
পিটিয়ে বানাবে চোর! প্রমাণ কাগজের দিস্তা!
শোধ করতে হবে ভুলের কিস্তি!
তখন বুঝবে, কাকে বলে শাস্তি!
নত শিরে মানো যদি, হবে সোনা-রূপা-দস্তা।