আমি ধরেই নিয়েছি,
বসন্তের কোকিল আর ডাকবে না!


আমি ধরেই নিয়েছি,
বৃষ্টিহীন রুক্ষতায় মাধবী যেদিকে চায়
জন্ডিসের রুগীর মত দেখে সব হলুদময়!


আমি ধরেই নিয়েছি,
মোড়লের মগজের ছেঁড়া তার আর
কখনও জোড়া লাগবে না!


আমি ধরেই নিয়েছি,
আমরা পৌঁছে গেছি অবনীর সীমান্তে,
এবার ক্ষয়িষ্ণু শেষ আলো গায়ে মেখে
হারিয়ে যাবার পালা অনন্ত আঁধারে!