আসন্ন অসম যুদ্ধের চলমান মহড়া
বিপন্ন প্রজাতির কথাই স্মরণ করিয়ে দেয়!
একদিকে জিঘাংসা, অন্যদিকে বেঁচে থাকার আকাঙ্খা!
কেউ কি হারাবে তবে ইতিহাসের নির্মম বাঁকে?
প্রহসন সংকটে বিভক্ত সমাজ কিংকর্তব্যবিমূঢ়!
অসত্যের প্রতিযোগিতায় আগামী প্রজন্ম কি
নীরব রবে দর্শক গ্যালারীতে নির্বিকার!


জন্ম থেকেই জ্বলছে যারা, তারা্ও ক্ষয়িষ্ণু এখন!
বিষাক্ত বৃক্ষ ছায়ে বাজে হ্যামিলনের বাঁশি;
কর্ণকূহরে ঢেলে দেয় গরল নিরন্তর!
অস্তিত্বের লড়াই হবে পলাশির প্রান্তরে!
অথচ কারো পক্ষেই নেই জনতার ছাড়পত্র!
তবে খেলা জমবে; প্রলুব্ধ হয় যদি বিত্তহীন!
মিত্র হয়ে ঢেলে দেয় যদি আপন বুকের খুন!