কায়ার সাথে ছায়া!
ওরা ভেংচি কাটে পরস্পর;
সতিন সতিন ভাবটা যেন
ঝগড়া করে জীবন ভর।
এবার বুঝি যুদ্ধ হবে
গা ছম্ ছম্ করে!
আকাশ জুড়ে মেঘের ডাকে
বিজলী যখন চমকে ওঠে
ভয়েই পালায় সবে!
ঘর পোড়া সব গরুর মত  
আবালবৃদ্ধ মানুষ যত,
সিঁদুরে ওই মেঘ না দেখে
থর্ থরিয়ে কাঁপে!
তাই না দেখে কায়া কেমন
মনের সুখে নাচে,
নাচতে নাচতে বলে;
কতই না ভাল হতো-
চিরঞ্জীবী হলে!
আগুন পানি ঝড়-ঝাপটায়
কত জনের জীবন যে যায়,
অন্ধ গলির বন্ধ খাঁচায়
মৃত্যু ভয়ে ডানা ঝাপটায়
কার কি আসে যায়!
উল্টো পথে যতই হাঁট
সেই কথা টি মনে রেখ,
শাঁখের করাত কাটবে যেদিন
আড়াল হওয়া দায়!
ভূক্তভোগী সুদাসলে
উসুল করবে গুনে গুনে
বাঁদর যেমন উকুন খুঁটে খায়!
বেঁচে যদি থাকি সেদিন
আলতো করে গাত্রখানি
মনের সুখে ধরবো মেলে
দখিনা হাওয়ায়!