ব্যাকরণহীন গণতন্ত্রের স্বাদই আলাদা!
জবাবদিহিতার উন্মুক্ত ময়দানে আছি
তুলনাহীন শান্তির প্রাচুর্যে গভীর মগ্ন!
উপদ্রবহীন সমাজ! কি দারুন ঐশ্বর্য!


বাকবাকুম করে উঠে সূর্যের আলোয়
বেশুমার শুভাকাঙ্খি সারা দেশ জুড়ে!
ওরা লাথি মারে পেটে মনের আনন্দে!
তবু দুঃখ নাই! নীরবে মানি সানন্দে!


কাঁদতে ভুলে গেছি, হাসিয়া মহা সুখে
জানাই শুভেচ্ছা তাদের, খান্দানী মতে;
অপবাদ মাখি না হৃদয়ে প্রচলিত বলে!
তবু পান থেকে চুন খসার ভয় জাগে!


চলুক না অনন্তকাল ধরে ভালই লাগে!
অন্য করি না খোঁজ সবাই সভ্য বলে!
আহা কি পরম সুখ! আছি স্বর্গোদ্যানে
ফুলেল বাসর আমার ভিজে নেত্র জলে!