মুক্ত বিশ্বের নব্য সভ্যতা (!)’ র
জ্ঞানী-গুণী-আঁতেলের
বিকৃত চেতনার চারিদিকে জয়!
আহা! কি বিস্ময়!


বধু-মাতা, নর-নারী ধর্ষণে
অথবা পরকিয়ায়-
তৃণমূলে কত নাম,
রবে না কেউ আর অক্ষয়!
আহা! কি বিস্ময়!


ঘরে ঘরে নেশা এসে
মুক্তির জয়গানে
জনকের গলা কেটে
লুটে-পুটে খেয়ে নেয় জননীর সঞ্চয়!
আহা! কি বিস্ময়!


সমকামী চেতনায় (!)
সভ্যতা (!) এগিয়ে যায়!
ঘুষ আর দুর্নীতি মিলে-মিশে চলে বেশ,
ছলা-কলা, প্রতারণা দোষনীয় নয় (!)
আহা! কি বিস্ময়!


সবার উপরে মানুষ সত্য(!)
হোক সে ধর্ষক, হোক সে ভ্রষ্ট!
স্রষ্টা, নীতিকথা তবে কিছু নয়?
আহা! কি বিস্ময়!


প্রকৃতির সন্তান (!)
শৃঙ্খলা ভাঙবেই-
যদি ভাবে এ জীবনই শেষ,
কেন তবে ত্যাগী হয়ে হবে ওরা লয়?
আহা! কি বিস্ময়!
আহা! কি বিস্ময়!