কার ঘাড়ে কারা বন্দুক রেখে
করে যায় দস্যুতা,
এ রাজনীতি নয়, স্বার্থের খেলা!
এ কেমন সভ্যতা?


আবডালে বসে কষে যাও ছক
মাতবরি ষোল আনা,
ব্যর্থতা ঢাক আপনার যত
বলতে সবারই মানা!


স্বার্বভৌম ক্ষমতার দাবী
করে যাও দিবানিশি,
মশক মারিতে কামান দাগাও
শিশু মেরে হও খুশি!


ক্ষমতার জোর প্রমাণ করতে
কৌশুলী চাল চালো,
সীমা পার হলে আঁধার ঘনাবে
নিভে যাবে সব আলো!


জগৎবাসী কে নিয়ে বাঁধো জোট
কার সাথে হবে যুদ্ধ?
কার ভয়ে হও আতঙ্কগ্রস্ত
কার ভয়ে অবরুদ্ধ?


কার ঘরে থাকে কোন সন্ত্রাসী
কোথা পায় তারা অস্ত্র?
ভান্ড লুটিতে কত আয়োজন
বন্টনে মহা ব্যস্ত!


সারা দুনিয়ায় অশান্তি ছড়ায়!
কার আছে এত শক্তি?
কোন্ দর্শনের করছো বড়াই
নেই কেন তাতে মুক্তি?