আলোর ফোয়ারা গুলো
নিভে যায় মাঝ রাতে,
নির্ঘুম নিশীথে স্বপ্ন বিলাস;
মিষ্টি সকাল যেন সুদূর প্রবাস।


শিশির অশ্রু হয়ে
কেড়ে নেয় যত সুখ;
বিনা মেঘে বজ্রপাতে
আহত বলাকারা হারায় আবাস।


মিলনের মোহনা ঘেঁষে
অভিশপ্ত দানব বেশে,
অজানা আতঙ্ক এসে
সুখের স্বপ্ন গুলো করে যায় গ্রাস!


নরাধমের অভিলাষে
বিষের বাঁশরি হাসে,
নাগিনীর অপ শীষে
খামচে ধরে যাতনাময় অক্টোপাস্!


এ কি কর্মদোষ নাকি ভাগ্যের পরিহাস!