অনুশোচনার এটাই হয়তো চুড়ান্ত সময়।
সান্ত্বনার বাণী আবেগে আপ্লুত করে;
কিন্তু শেষ রক্ষার যুদ্ধ নিজেকেই করতে হয়।


আমাকে পাগল ভেবে তোমার চিত্তের প্রশান্তি
উত্তরোত্তর বাড়ুক না এক আকাশ সমান!
আমার পথ আমারই থাক নিরানন্দে উদাস।


আমি তো তোমার অনন্তকালের সহযাত্রী নই;
তোমাকে আমার রক্ষাকবচ ভেবেছি কি?
আমাকে ছেড়ে দাও মহা কালের পথে।


আমার বসবাস ছিল চিরকালই তৃণমূলে;
স্বপ্ন কার না থাকে, তারপরও কথা থাকে!
শেষ কথা বলে যা বুঝি, তা থাক অন্তরে।


সুখের বায়ুমন্ডলে আমার নিরন্তর অনধিকার!
আমি দেখি এক উজ্জল এবং বিশ্বস্ত কল্পলোক,
যেদিকে তাকাও তুমি নিরুত্তাপ, অবজ্ঞাভরে।


যত পার ভর্ৎসনা কর, হতে পারি বিকারগ্রস্ত;
নিজের মাঝে নিমগ্ন থাকার আনন্দ আমারই থাক,
তুমি ছুটে চলো দুরন্ত বেগে স্বপ্নের কাছে।