মহান আল্লাহ্তা'লা আমাদের সীমিত স্বাধীনতা দিয়ে সৃষ্টি করে
ভাল-মন্দ কর্মক্ষেত্রের সন্ধান দিয়েছেন।
আর দিয়েছেন বিবেক নামের ভাল-মন্দ, সত্য-মিথ্যার পার্থক্য নির্নয়কারী জ্ঞান।
সেই সাথে সতর্কবার্তা দিয়েছেন পরকালীন জীবনের শাস্তি ও পুরস্কারের।
অতএব, এ জীবনে ভাল-মন্দ যাই করি, নিজ দায়িত্বেই  করতে হয়।
তাই, স্রষ্টা কখনো আমাদের মন্দকর্মের দায় নিবেন না।
তবে, ভাল কাজের উত্তম বিনিময় দেবার ব্যাপারে তিনি প্রতিশ্রুতিশীল।