তোমার কাছে নালিশ দেবার
তেমন কিছুই নাই;
কারণ তোমার সবই জানা;
দেখ তুমি সকল কিছুই
অন্তর্যামী ওহে প্রভূ,
ওহে আমার সাঁই।


আমি তোমায় সাক্ষী রেখে
ওদের প্রতি ঘৃণা জানাই।
জবর দখল হয়ে গেল
ঘরটি তোমার দিন-দুপুরে!
বিশ্ব দেখুক দু’চোখ ভরে
বলার কিছুই নাই!


ধর্ম নিয়ে বাড়াবাড়ি
বিশ্ব মাঝে করছে কারা!
কোথায় থাকে সন্ত্রাসীরা
দেয় কারা প্রশ্রয়!


হিসাব-নিকাশ হবেই জানি;
তোমার আদেশ সদাই মানি,
তোমার খেলা দেখবো এবার
কাদের হবে জয়!


সামাল! সামাল! বিশ্ববাসী
দেখতে থাকো কে যায় ভাসি,
বজ্র-নিনাদ শুনবে যখন
তখন হবেই ক্ষয়!
পার পাবে না অসভ্যরা
পাবে না আশ্রয়!


বিঃ দ্রঃ- পি, সি কাজ করছে না! তাছাড়া ঈদও আসছে। তাই এ মাসের বাকি দিনগুলো প্রিয় কবিদের কবতিা পড়তে পারবো না বলে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। তাই কমেন্ট বক্স বন্ধ রাখলাম।