আসলে, ওসব তো কিছু নয়;
হঠাৎ করে বিশ্বকে চমকে দিয়ে
সক্ষমতা জানানোই বড় কথা!
ক্ষয়-ক্ষতি কিছু হয় হোক না!


নাটমন্দিরে নাটকের সফল মঞ্চায়ন
সেলিব্রেটি হওয়ার পথ খুলে দেয়;
বিশ্ব এখন বিনোদনে প্রবল ক্রিয়াশীল!
কিছু পেতে হলে কিছুতো দিতেই হয়!


যাই করো, পিছু ফিরে দেখো না;
ভয় এসে জাপটে ধরলেই সর্বনাশ!
কেউ কেউ সাহস সঞ্চয় করার তরে
হলিউডের মত ফেলে অগনিত লাশ!


প্রতিযোগিতায় পিছে পড়ে গেলে
বলো কে দেবে সম্মান বড় বলে?
সাহসে ভর করে শক্তি সঞ্চয় করো,
অতঃপর বাজি ধরো মনুষ্যত্বকে!


এখন তুমি সময়ের সাহসী সৈনিক!
কুর্নিশে গদ গদ আম্রপালী মনটা,
যাই করো দেখবে, বাড়বে অনুসারী-
নাম-যশ-ক্ষমতা, মেয়াদের ঘন্টা।