তুমি নাকি খেতাবিত মহানদ?
আমি জানি তুমি মহা আত্মহন্তারক!
স্বরচিত চেতনাকে গলা টিপে ধরে
কাঠামোকে ভেঙ্গে দিলে নিজের হাতে!
ঈর্ষা-কাতরতায় আজও তুমি অনন্যা!


একটি প্রেমের কবিতার ভার
বইতে পারনি তুমি বাহানা ছাড়াই!
ছুঁড়ে ফেলে দিয়েছিলে নির্মমতায়!
বিকেলের অবেলায় প্রেমের কবিতা
লেখা কি করে হয়ে গেলো অপরাধ?


কলম সেনারা লিখে কত নীতিকথা!
অথচ বন্ধা কাননে ফোটে না গোলাপ।
ফাগুনে কি জ্বলেছিল দ্রোহের আগুন?
শবাধারে লাশের মিছিল ছিল অনর্গল!
হিমাগারে ছিলো সবে মাথা নত করে!
ছিটকে বেরিয়ে এসে করেছি কি পাপ?


উচ্ছিষ্টে কখনও ছিলাম না লালায়িত
মোহ কে করেছি আমি শতবার জয়!
স্বপ্ন' লালন করি বলে ভেবোনা পাগল!
যে পথ মাড়িয়ে আমি এসেছি নির্ভয়ে-
সে পথ রুদ্ধ এখন তোমাদের তরে।
নতুন উপমা কিছু চাই না তো আর।