প্রত্যাশার আশ্বাস বা নিশ্চয়তা ছিল না,
ছিল জীবন উৎসর্গের নির্ভীক প্রতিযোগিতা!
তখনো তোমাদের অনেকের জন্মই হয় নাই;
এমনকি অনেকেরই পূর্ব পুরুষ ধিক্কৃত ছিল!
অথচ, তারাই লিখে আজ বিকৃত ইতিহাস!


যাদের পাশ থেকে বক্কার-সেলিম চলে গেছে
অবিরাম বুলেটবৃষ্টির মাঝে না ফেরার দেশে,
তাদেরকেও শেখানো হয় স্বাধীনতার সংজ্ঞা!
বিস্ময়েরও বিস্মিত হবার কথা কিন্তু হয় না!
কারণ, এখানে এখন চলে স্বার্থের খেলা!


কৈফিয়ত চায় রূঢ় ভাষায় চেতনা ধর্ষণের!
অথচ, চিরন্তন সত্যের বিরুদ্ধে করে যুদ্ধ!
জনতার আকাঙ্খাকে করে পদদলিত নিয়ত!
তাদের দুর্বোধ্য বাক্য বাণে জনপদ লাঞ্ছিত!
তাই, মুক্তি আজও নিরানন্দে নির্বাসিত!