আজকের আধুনিক বিজ্ঞান বলছে,
ভাইরাস আক্রান্ত এলাকা থেকে
কেউ যেন বাইরে না যায়, অথবা
বাইরে থেকে কেউ যেন আক্রান্ত
এলাকায় ঘুরতে-বেড়াতে না আসে।


ঠিক এই কথাটাই আমার প্রিয় নবী
চৌদ্দশত বছর পূর্বেই বলে গেছেন।
তারপরও নবীজীকে করি অবিশ্বাস!
তারপরও নবীজীকে করি উপহাস!
তাঁর শ্রেষ্ঠত্ব মেনে নিতে কষ্ট হয়?


অথচ, তিনি ছিলেন সবার জন্যই
কতটা উদগ্রীব, কতটা পেরেশান!
কি-ই বা বিনিময় দিয়ে গেলাম!
ভাবলে অবাক লাগে এ নীচতায়!
আগে অপেক্ষা করছে ঢের বিস্ময়।