দুঃখ আমার, যুদ্ধে গেল ভোর!
দুপুরে ছিলাম কলুর বলদ-
বিকালে শুনছি শোর,
এখন সামনে দেখি গোর;
দুঃখ আমার, যুদ্ধে গেল ভোর!


দুয়ার ছিল খোলামেলা;
ছিলাম আমি আত্মভোলা-
চোক্ষে ছিল ঘোর;
স্বপ্নগুলো নিয়ে গেল চোর!
দুঃখ আমার, যুদ্ধে গেল ভোর!


হাজার রাতের অশ্রু দিয়ে
বুনেছিলাম প্রেম এ দিলে,
আলগোছে তুই করলি হেলা
কষ্ট হয়নি তোর?
দুঃখ আমার, যুদ্ধে গেল ভোর!


হিসাব-কিতাব নেইরে জানা
ছিল আমার জানতে মানা!
পথের কাঁটা হয়ে ওরা
রুদ্ধ করলো দোর!
দুঃখ আমার, যুদ্ধে গেল ভোর!