বিরহ বেদনার পুরোনো স্মৃতিগুলো
হৃদয়ে জমে  হ'লো ব্যথার সাগর!
তবু, এক মুঠো ভালোবাসার তরে
এখনো করে যাই কত হা-হুতাশ!


বিন্দু বিন্দু ইচ্ছেগুলো কিচ্ছার মত
বলতে পারিনি বলে হেরে গেলাম!
অথচ, পেতেছিলে তুমি ছিন্ন আঁচল,
বুনেছিলে প্রেমের বীজ পূর্ণিমা রাতে!


তোমার চোখে দেখেছিলাম স্বপ্নক্ষুধা!
দেখেছিলাম রাত জাগা পাখির কষ্ট,
কোন কিছুই তো ভুলে যাইনি আজো!
অথচ, তুমি বদলে গেলে কত সহজে!