লম্বা ঘুমে বিভোর জাতি!
বর্গী এসে ভাঙ্গছে ঘর,
আগের মত রুখে দাঁড়াও
আর কতদিন করবে ডর!


মরার আগে ভড়কে গেলে
সবাই হবো ঈমানহীন!
নষ্ট হবে দেশ-জনতা
বিনাশ হবে ধর্ম-দ্বীন!


কর্ম দোষে ধর্ম গেলে
দোষ চাপাবো কার ঘাড়ে,
স্বাধীনতা উজাড় হলে
কোথায় যাব কার দ্বারে!


শর্ত দিয়ে আর্ত জনের
বিপদ বাড়াও রাত্রি-দিন,
বাড়তি সুখের আশায় সবে
নিঃস্ব হয়ে বাড়াই ঋণ!


এমনি করেই অবশেষে
দেখবে ঘরের নেই খুঁটি,
থাকতে সময় সতর্ক হও
রক্ষা করো দেশ-মাটি।