গত ০৯/০৪/১৯ তারিখে প্রিয় কবি, স্বপন গায়েন (উদয়ন কবি)’র “**উলঙ্গ** ” কবিতায় আমার করা মন্তব্যটি আজকের আসরে তাঁকেই
উৎসর্গ করলাম।


শূন্য হাতে এসেছিলাম
শূন্য হাতেই যাব,
মাঝের ক’টা দিনে কেন
হারাম খাদ্য খাব!


কষ্টের দিনে যুদ্ধ করে
দুঃখ করেছি সঙ্গী,
সুখের সঙ্গে সখ্যতা গড়ে
কেমনে হই রঙ্গি!


মায়া মমতার বন্ধন যদি
বিচূর্ণ হইয়া যায়,
বাউল যেমন পথের প্রেমে
সুরেই হারিয়ে যায়!


তেমনি করে পাখির ডানা
শূন্যে নিবে কি হায়!
স্বপ্নের মালা অকারণ হবে;
দলিত হবে দু'পায়!