এসো বীর তুলে শির
করি প্রতিবাদ,
সাবধানে ফেল পাও
পাতিয়াছে ফাঁদ।


পথে পথে শয়তানে
গড়িয়াছে বাঁধ,
ফাঁপরে পড়লে ওরা
দেবে অপবাদ!


নিজের ব্যর্থতা যত
করতে আড়াল,
শত সহস্র অজুহাতে
তুলবে দেয়াল।


ভুল পথে হাঁটো যদি
বাড়বে বিবাদ,
একতা গড়লে পাবে
ঈমানের স্বাদ।


পারো যদি উপড়াতে
দানবের দাঁত,
তবেই আসবে ফিরে
সোনালি প্রভাত।