উসকে দিয়েই খালাস ওরা
আমরা নাচি তা ধিন ধিন,
না বুঝে কই সাতানব্বই
বুঝে বলি মাত্র তিন!


তাতেই ওরা হাততালি দেয়
আদর করে বুকে জড়ায়,
খাদ্য-বস্ত্র, ভিটা-বাড়ি
উজাড় করে সব কিছু দেয়!


ময়না, টিয়া, তোতা বলে
গয়না দেয় গলায় ঝুলে,
তাতেই আমরা মহাখুশি
হাত খানি দেই তাদের পায়!


নিজের খবর নেই রে যার
পড়শী প্রেমেই দিন কাবার!
ভাল-মন্দ রায় জানাতে
নিজেই করে সব বিচার!


পাগলা পানির আশ্বাসে
স্বার্থ জয়ের বিশ্বাসে,
রিমোট নাচের পুতুল হয়ে
শেকড় বেচে খায়!


শিক্ষা-শাস্ত্রে জবাবহীন
ব্যঙ্গ বিষয় ভাবে ‘দ্বীন’,
পুরস্কারের হাতছানিতে
নতুন সুরে বাজায় বীন!