চাই যদি সফলতা, দূর করে বিফলতা
দুই কুলে চাই যদি জয়;
এসো না জানি তবে, মহামুক্তির মহাগ্রন্থ-
আল-কোরআনের পরিচয়।


হেরার গুহায় এলো, মহা সত্যের আলো
বাহক ছিলেন জিবরীল(আঃ);
মোহাম্মদ বিন আব্দুল্লাহ্, হলেন রাসুলুল্লাহ্(সাঃ)
শীতল হলো তাঁর দিল।


মানব হৃদয় ছিল, আঁধারে পূর্ণ কালো
মুক্তির দিশা পেল মানবতা,
যাচাই করা বিনে, সহজে নেয়নি মেনে:
নবীকেও দিলো ঢের ব্যথা!


ভাবেনি কখনো কেউ, থামবে দ্বন্দ্ব ঢেউ!
মুছে যাবে কলঙ্কের কালিমা!
বিশ্বের দেশে দেশে, শান্তি আসবে শেষে
দূর হবে মৃত্যুর লালিমা।


পৃথিবীটা বদলে গেল, নতুন রাষ্ট্র হলো
নবীজী হয়েছিলেন রাষ্ট্রনেতা,
মহান স্রষ্টার দান, কোরআন সংবিধান,
দূর হলো সমাজের বর্বরতা।