মূল কারণ


কুরাইশ গোত্রপ্রধান কা’বা শরিফের মুতওয়াল্লী
আব্দুল মুত্তালিব’র ঔরশেই জন্ম নেন আব্দুল্লাহ্;
যিনি শেষ নবী মুহম্মদ (সাঃ) এর গর্বিত পিতা।
“আব্দুল্লাহ”ও“মুহম্মদ” নাম আল্লাহ্’র পছন্দের।


মুহম্মদ(সাঃ)তো আল্লাহ্তা’লার প্রেরিত রাসুল;
আমাদের মত কেউ নন, শৈশবে এতিম হলেও
তিনি ছিলেন তৎকালীন মক্কার উজ্জল বংশধর।
মাতব্বরি না চাইলেও তিনি এমনিতেই পেতেন।
  
বিয়ে করেন শ্রেষ্ঠ ধনী রমণী খাদিজা (রাঃ) কে;
তারপরও হলেন নিঃস্ব! মানলেন নিঃসঙ্গ জীবন!
শুধুমাত্র আল্লাহ্তা’লার ম্যাসেঞ্জার হওয়ার কারণে।
ভঙ্গুর সমাজটাকে ঢেলে সাজাবার পবিত্র তাগিদে।


স্বগোত্র থেকে প্রস্তাব এলো, যা চাইবে তাই পাবে!
যদি এক বছরকাল ইবাদত কর আমাদের মা’বুদ
লাত-উয্যার, তবে আমরাও সবাই অনুরূপ ভাবে
ইবাদত করবো তোমার ভালোলাগা প্রিয় মা’বুদের।


নবী করিম(সাঃ) বললেন, তোমরা অপেক্ষা কর;
দেখতে হবে, কি ওহি আসে আল্লাহ্’র কাছ থেকে,
বার্তা এলো আল্লাহ্ থেকে, “ওদেরকে জানিয়ে দিন
হে প্রিয় রাসুল,” “লাকুম দিনুকুম ওয়ালিয়া দ্বীন।”
=========================


“লাকুম দিনুকুম ওয়ালিয়া দ্বীন।”
যার বাংলা অর্থঃ তোমার ধর্ম তোমার আমার ধর্ম আমার।
সূরা কাফিরুনঃ আয়াত ৬
মক্কায় অবতীর্ণ ।
=========================


পুনঃ সংযোজন


ইসলামের আহবান এবং বিস্তার অপ্রতিরোধ্য।
যার মাঝে বেঁচে থাকে ঈমানের জ্যোতি।
আল্লাহ্’র নামে আছে আহ্ কি সুধা,
আর ইসলামে আছে মমতার ছায়া।


এসো দলেবলে বিমোহিত হই তারই ছায়াতলে;
আর কত দূরে রবে মুক্তির দ্বার থেকে?
এসো জান্নাতের সরোবরে করি অবগাহন।
সময় দ্রুতই চলে যায় সীমানার ওপারে!


এখনই ভাবার সঠিক সময়;
এসো সত্য মেনে নিয়ে আল্লাহ্’র রশি ধরে
গড়ে তুলি ঐক্যের শিশাঢালা সুদৃঢ় প্রাচীর।
অতঃপর প্রচার করি আল্লাহ্’র ঐশী বাণী।
ইসলামের চূড়ান্ত বিজয় এখন সময়ের ব্যাপার।


ইসলাম যদি জীবনের আদর্শ না হয়
ঈমানের হবে অপমৃত্যু, জন্মই হবে আজন্ম পাপ!
কোরআনের বাণী,“ইন্নাদ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম” বা
“ইসলামই আল্লাহ্’র মনোনিত একমাত্র জীবন বিধান।”
=============================



“ইন্নাদ্বীনা ইন্দাল্লাহিল ইসলাম”
যার বাংলা অর্থঃ ইসলামই আল্লাহ্’র মনোনিত একমাত্র জীবন বিধান।
সূরা আল্-ইমরান, আয়াত-১৯
মদিনায় অবতীর্ণ ।