কালোর সাথে আলোর মিলন
হয় না কোনদিন,
মিথ্যা হয়ে সত্যটারে
করছো কেন ঘিন্!


এ ঘর খানি স্বর্গ আমার
তোমরা থেকো দূরে,
বলতে আমি চাই না কথা
তোমার দেয়া সুরে।


ভাবছো তুমি সুখের বাসর
গড়লে রঙিন ভবে,
বুঝবে সেদিন ভুল করেছো
হিসেব দিবে যবে।


সুখ সাগরে গাও ভাসিয়ে
সত্য ভুলে থাকো,
মিথ্যাটারে যতন করে
হৃদয় ভরে রাখো!


নিজের গড়া কথার মালা
দিচ্ছো উপহার!
কারণ তোমার নেইতো সাহস
বইতে দ্বীনের ভার!