ধূলির ধরায় সাজি মহাপরাক্রমশালী!
ভুলে যাই নিজের সীমানার বিস্তৃতি!
সবাইকে মূর্খ ভেবে অহম দেখাই,
অচেনা মনে হয় ধূসর পৃথিবী!


আমাকে দেখি না আর অতীতে;
মেতে উঠি নব মাঠে নব উল্লাসে,
খুঁজে পাই বিলুপ্ত সেই সোনালি দিন।
আহা! এখন কেমন সব দেখছি রঙিন!


জেগে উঠি ঊষাকালে নিয়ে নব প্রাণ
হৃদয়ে খুঁজে পাই তারুণ্যের ঘ্রাণ!
ইচ্ছে করে প্রান্তরে স্বপ্ন ছড়াই,
কিন্তু, সময় বড়ই নিষ্প্রাণ!


পরিশেষে দেখি অবক্ষয়!
পরিণতির কাছে হেরে যাই!
মহাক্লেশে মেনে নেই পরাজয়!
শূন্য দু’টি হাতে দেখি কিছু নাই!