একটা অনগ্রসর জনগোষ্ঠি, গুহায় যাদের বাস;
তাদের সাথেই লড়াই করে পরাশক্তি হয় লাশ!
ভাবতে কেমন অবাক লাগে! কি করে সম্ভব?
টুটা-ফাটা হাতিয়ার নিয়ে যাদের হ’লো উদ্ভব!


বিশ্ব জোড়া দাপট যাদের, হারলো তারা শেষে
বৃথাই গেল কুড়িটি বছর! অহম গেলো ভেসে!
হতাশ হয়ে ভাবছে ওরা, লজ্জা-শরমে মুহ্যমান!
স্তম্ভিত জাতি কাতরায় শোকে এটা কিসের ঘ্রাণ?


অবিশ্বাসী মানুষের মন, ভুল-ভ্রান্তি করে সন্ধান;
নানা ছুতোয় সত্য এড়িয়ে পায় নারে সমাধান!
স্বীয় শক্তিকে শ্রেষ্ঠ ভেবে স্রষ্টাকে করে অসম্মান,
স্বরচিত বিধি প্রয়োগ করে নিজেকে ভাবে মহান!


নবীজীর বাণী ফলতে চলেছে আসছে সত্য দ্বীন;
মিথ্যার হবে অবসান কাল, জালিমরা হবে লীন।
বিশ্বরহস্য সৃষ্টির মহাকারিগর দিয়েছেন অবকাশ-
তাঁহার প্রতি অনুগত না হয়েও করি মুক্তির আশ!