চতুর ধীবর মারে ঘোলা জলে মাছ
সুযোগ সন্ধানী তবু ছাড়ে নারে পাছ!
তেলবাজ যদি হায় পিছে পড়ে যায়,
বিপদে পড়লে কেউ নেয় নারে দায়!
বিবর্তনের ধাক্কায় ত্রাহি ত্রাহি রব-
জীবনের প্রসন্নতা, পাল্টে গেল সব।
চেতনার আবেদন মাথা কুটে মরে
পরকীয়া প্রিয় যারা, যায় অভিসারে!


সাবধানী চোখ খুঁজে শান্তির আশ্রয়
সমব্যথী এলে কাছে, হয় পরিচয়,
চারিদিকে চেয়ে দেখে অশান্তির ঝড়!
হয়তোবা ভেঙ্গে যাবে জনতার ঘর!
তবুও ধৈর্য ধারণ করলেন তিনি,
সাহায্য পেলেন তাঁর, সহায়ক যিনি।