সম্প্রীতিকে উনুনে চড়িয়ে
কে দেয় চুলায় জাল?
উগ্রতা নয়, নম্রতা দিয়ে
নিভিয়ে দিও সেই মশাল।


আলোর দেশে বিষের বাঁশি
কে বাজায় কার ইশারায়!
সত্যকে আজ বিদ্রুপ করে
কল্পলোকে নাও ভাসায়!


সম্প্রীতিকে বাজি ধরে ওরা
খেলে ক্ষমতার খেলা,
ক্ষণিক সুখের উগ্র নেশায়
কাটিয়ে দিচ্ছে সারাবেলা!


অবনীর মোহ গড়ে বসতি
লোভাতুরদের হৃদ নীড়ে,
সুনীতির প্রতি নয় অনুগত
মিশে যায় ভ্রমের ভীড়ে।


বৃন্দ কে যারা করে না যত্ন
নিরন্তর তারা করে গরব,
তাদের উপর পড়তেও পারে
আল্লাহ্তা’লার মহা গজব!