যতই লুকাও বর্ণচোরা
চিনবে ঠিকই সন্ধ্যাতারা
সময় যখন হবে,


ঠিকরে পড়ে চমক তোমার
নওতো তুমি রাজার কুমার
সুশীল ছিলে কবে?


দেখেছিলাম যেদিন তোমায়
লেপ্টে ছিলে কালো ধোঁয়ায়
একাত্তরের বাঁকে!


আজও তুমি সেই আলেয়া
গন্ধ ছড়াও বন মহুয়া
অস্বচ্ছতার ফাঁকে!


স্বর্ণ জয়ের স্বপ্ন দেখাও
রং বাহারি তকমা ঝুলাও
সুদিন আসছে ভেবে,


ভ্রমণ করো দিবস জুড়ে
অঙ্কুর খোঁজ কানন খুঁড়ে
আর কি তুমি নিবে?