আলোর ফোয়ারা দূর করে কালো
আঁধার করিয়া ম্লান,
আকাশের মত উদারতা নিয়ে
বিলায় সুখের ঘ্রাণ।


সত্যের সাথে কোরে মিত্রতা
মিথ্যাকে করে পর,
স্রষ্টার প্রতি নতজানু হয়ে
আলোকিত রাখে ঘর।


জীবনের সাথে সন্ধি করিয়ে
প্রলয়কে করে দূর,
প্রেম-ভালবাসা বিলিয়ে বুঝায়
অবনী কত মধুর।


এপার থেকে ওপার যাবার
দেখায় সরল পথ,
কল্পনা বেচে করে না ব্যবসা
কথা-কাজে থাকে সৎ।


দুনিয়ার তরে মানে না কখনো
ঈমানের পরাজয়,
সুখী জীবনের আল্পনা এঁকে
দুইপার করে জয়।