মানুষ অসীম ক্ষমতাকে লালন করতে পারে না।
মানুষ আজ কি ভাবছে?
সমাজের গতিধারার স্বাভাবিক প্রবনতা হারিয়ে গেছে!
তাই, যার যে ভাবে চলার কথা, সেভাবে চলছে না!
স্বাভাবিক কারণেই অন্যকে ভিন্নভাবে দেখছে!
ভাবে না সে অন্য রকমও তো হতে পারে।
ভাবনার এই দৈন্যতা দীর্ঘদিনের ক্রম প্রবণতা।
এর অর্থ, অবনতিকেই স্বাগত জানানো।
দুর্নীতির সামাজিকীকরণের কারণে সুবচনও নির্বাসিত!
অশ্লীলতার সুনামিকে রুখে দেবার রূপরেখা কই?
সেই প্রচেষ্টাও আজ দৃশ্যমান নয়!
জাতিকে কি ভাবে তলিয়ে যেতে সহায়তা করছি,
ভাবতেও লজ্জা হয়! নীরবে তাকিয়ে দেখছি!
হায়! আমরা পাথরের মত নির্বিকার!
লক্ষ্যহীন পান্থের মত হারিয়ে ফেলেছি দিকনির্দেশনা!
কারণ, আমাদের মাঝে আজ প্রশংসিত কেউ নেই!
কার কাছে শিখবো নৈতিকতা!
নীতিরই যেখানে সার্থকতা নেই!
তাই, কার উদ্যমকে কে দেয় বৈধতা!