মানুষ কখনো কখনো এতই নির্মম হয়ে উঠে!
তখনই ইচ্ছে জাগে, প্রচন্ড ঘৃণা করি নিজেকে;
কারণ, আমিও তো তার মতই মানব প্রজাতি।
আমি যদি জন্মই না নিতাম, কি হতো ক্ষতি!


মানুষ বলে, রক্তের বাঁধন নাকি ছিন্ন হয় না!
ধর্ম বলে, জেনে শুনে অপরের ক্ষতি করো না!
অথচ, জীবন ইদানীং কানা গলি, নর্দমা খুঁজে!
ঈর্ষা-বিদ্বেষে হৃদয় ক্ষত-বিক্ষত করে জেনেবুঝে!


নিরিবিলি-নিরজনে, থাকতে চাই শান্তির সন্ধানে
তবু আশাহত হই আমি স্বজনের হীনতা-প্রহসনে!
মাঝে মাঝে মনে হয়, অর্জনহীন বৃথা এ জীবন;
এমনটাই যদি হয়, ইহধামে কেন তবে আগমন!


যখন দেখি, সম্ভাবনার দ্বার রুদ্ধ করে প্রিয়জনে
ভীষণ অবাক হই! তবু মানি শান্তির প্রয়োজনে!
কেন এই আয়োজন অবনীতে!একান্তে ভাবি বসে,
কতটা ধৈর্য নিয়ে বসে আছো প্রভূ তুমি আরশে!