কল্পিত রূপকথাই যদি তোমার
রেসিপির মসলা মনে করো,
তবে তোমার ইতিহাস কি আমার
ডায়েরীর পাতা হতে পারে না?


পুরো বিশ্বকে যদি নিজ বাড়ীর
আঙিনা ভাব, দূরের আকাশকেও
যদি আপন কাব্যের ক্যানভাস ভাব,
তবে তো তুমি নিশ্চয়ই স্বপ্নরাজ!


আমার ভবিষ্যৎকে, আমার মৃত্যুকে
যদি তোমার ইচ্ছের দাস ভাব,
আমার অস্তিত্বের ইজারাদার ভাব-
তবে আমার স্রষ্টার কাজটা কি?


অনন্তকালের শঙ্খচিল ভেবে তৃপ্তি পাও!
ভুলে যাও, পৃথিবী অবিনশ্বর নয়;
তোমার সুখে ঈর্ষা কাতর হ’লে তো
তোমার কার্নিসেই রেখে আসতাম চোখের মনি।


আমি তো তোমাকে ভুলেই থাকতে চাই;
ভেবে অবাক হই, এখনও আমাকে ভুলো নাই!
এক পৃথিবীর সুখেও তুমি তৃপ্ত নও!
অথচ এ পৃথিবীর সুখ কতই না ক্ষণস্থায়ী।