ফুলের রেণু বাজায় বেণু,
গোলাপ ফুলের রাণী;
ফুলের গন্ধ ছড়ায় ছন্দ
আমরা সবাই জানি।


রাত গভীরে সুবাস ছড়ায়
নাম রজনীগন্ধা,
কাঁঠালী চাঁপা মাতাল করে
যখন লাগে সন্ধ্যা।


সূর্যমূখী দেখ কেমন
সূর্য দেখে হাসে,
বকুল ফুলের গন্ধে হৃদয়
দূর পবনে ভাসে।


চাঁদ বদনীর খোঁপায় দোলে
বেলী ফুলের মালা,
সুতায় ভরা শিউলী ফুলে
জড়িয়ে ধরে গলা।


পাগল করে গন্ধরাজ আর
গ্যান্দা, হাসনা হেনা,
ডালিয়া, জবা ভালবাসতে
নেই তো কোন মানা।


বর্ষাকালে ভেজা গাছে
কদম ফুলের শোভা,
কৃষ্ণচুড়া, শিমুল বাড়ায়
নিসর্গেরই প্রভা।


জাতীয় ফুলের নামটা কিন্তু
শাপলা মনে রেখ,
হাজার ফুলের বাংলাদেশটা
নয়ন ভরে দেখ।