আমি তো দেখেছি তোমার সুখের বাসর
দেখেছি তোমার জলসা ঘরের নগ্ন নৃত্যের আসর!
যেখানে হাতছানি দেয় রঙিন প্রেমের লীলা
যেথা চাঁদনী রাতের জোছনারা করে খেলা!
অথচ আমারই আঙিনা জুড়িয়া জ্বালালে
আমার-ই দেহের চিতা!
আমার কষ্টগুলোকে একটি বারও ছুঁয়ে দেখলে না;
যেখানে লুকিয়ে ছিল হাজারো রাতের কান্না!
আমার চোখের অশ্রু ধারাকে যদি
বৃষ্টির মত করে ছড়িয়ে দিতে পারতাম,
আমার হৃদয়ের সমস্ত যন্ত্রণাগুলোকে যদি
সবার অন্তরে সেঁধিয়ে দিতে পারতাম,
কারো দেয়া অঙ্গীকার নামা গুলোকে যদি
চোখের সামনে মেলে ধরতে পারতাম,
আমার মনের গহিনে সৃজিত স্বপ্নগুলোকে যদি
আল্পনার মত করে এঁকে-এঁকে দেখাতে পারতাম,
তাহলে আর কিছু চা্ইবার থাকতো না আমার!
আমি নিরবে নিঃশব্দে হারিয়ে যেতাম
সুদূরের ওই মেঘে ঢাকা আসমানে।