মায়ের আঁচল তলে শীতল ছায়া
যার সাথে মিশে থাকে মায়া-মমতা,
মায়ের পায়ের নীচে জান্নাত আমার;
শোক ভুলি শুনে তার মিষ্টি কথা।


তার চেয়ে প্রিয়জন কে আছে ধরায়?
যেদিকে তাকাই দেখি স্বার্থের খেলা,
যার মাঝে বাস করে নির্মোহ প্রেম
শুভ কামনায় যার কেটে যায় বেলা।


আমার অকাশ জুড়ে যে আঁকে ছন্দ
সুখের স্বপ্ন নিয়ে যে থাকে বিভোর,
যার মাঝে খুঁজে পাই স্বস্তির সুঘ্রাণ
খোদার পর যার উপর করি নির্ভর।


যার ভাষা দিয়ে আমি লিখে যাই পদ্য
যে হৃদয়ে ছড়িয়ে আছে আনন্দ সুধা,
যার ভালবাসা দিয়ে হয় মহাকাব্য;
যার স্নেহে মিটে যায় শান্তির ক্ষুধা ।


যার দেহে দশ মাস করে বসবাস
যার দেহ নির্যাসে বেড়েছে এ দেহমন,
যার ভাষা শিখে আমি করছি গরব
সেই তো আমার মা, আমার ভুবন।



গতকাল ছিল বিশ্ব মা দিবস !


খবরে প্রকাশঃ- এই দিনেই গোয়লন্দ
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসবকালীন
ভর্তি হওয়া আন্না বেগম নামীয় এক
অবহেলিত মা কমপ্লেক্সের বাগানে
দাঁড়ানো অবস্থায় একটি কন্যা সন্তানের
জন্ম দেয় ।


কবিতাটি এইসব আন্না বেগম সহ সকল
অবহেলিত মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করলাম ।