কেউ যখন আমার কবিতা পড়েন, পুলকিত হই;
আবার বিস্মিতও হই, তাঁর মত সুবর্ণ পাঠক পেয়ে।
আপ্লুত হই বিবর্ণ কবিতার প্রতি ভালোবাসা দেখে।
তাইতো হৃদয় থেকে এক মুঠো পূত শুভেচ্ছা নিয়ে
ছড়িয়ে দেই তাঁর আবেগমাখা শুভ্র-সতেজ চেতনায়।


ইচ্ছে করে কাছে ডেকে বলি, আরো একবার এসো;
তোমার আবেগের প্রাপ্য সম্মানটুকু সাথে নিয়ে যেও।
কিন্তু, সময়ের স্বল্পতা বাধ্য করে স্বার্থপরের মতই
তোমার চলে যাওয়া পথপানে নীরবে চেয়ে থাকতে!
ছোট হয়ে যাই নিজের মাঝে থাকা বিবেকের কাছে!