বিপ্লব করেছি, দেখেছি তার ধ্বংসলীলা!
ছিনিয়ে এনেছিলাম মুক্তির রঙিন সনদ,
দেখেছিলাম অমানিশা শেষে সোনালি রোদ।
বিপ্লব বদলে দেয় স্বপ্নের ঘুণে ধরা ধারাপাত;
গতিময় করে দেয় জীবন চলার পথ।


অধিকাংশেরই মিটে যায় জীবনের সাধ;
অবনীর সাথে করে কত রং তামাশা!
রংধনুর রঙে সাজায় মনের আকাশ।
আপন চোখেই গড়তে দেখেছি স্বপ্নপুরী,
বিরানভূমিতে রচিত হ’লো স্বর্গ ছাদ!
হায়রে! সে কি আকাশ ছোঁয়া রাজপ্রাসাদ!


বিনিময়ে ঘটেছিল কত মানুষের রক্তপাত;
দিয়েছিল জনতা অকাতরে জান-মাল-ইজ্জত!
এখনো ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদে জননীর জাত!
এখনো দীর্ঘতর হয় ত্যাগীদের অশান্ত রাত!
এখনো বাতাসে মিশে বিধবার দীর্ঘশ্বাস!
বুকের মাঝে জমে আছে মেঘলা আকাশ!