ক্ষমতা মননের অহঙ্কার!
জাগ্রত জীবনকে করে দেয় অন্ধকার!
তবু শেষ আশা হয় না কখনো চিরস্থায়ী উপহার!
এই দৈন্যতার চাষ করে ভাবি, আমি দুর্বার, আমি দুর্বার!


বাতির নীচেই দেখি আঁধার!
অথচ, চারিধারে আহা! কি চমৎকার!
দুর্বলের উপর আঘাত করে! ক্ষমতার কি বাহার!
এই দৈন্যতার চাষ করে ভাবি, আমি দুর্বার, আমি দুর্বার!


দিকভ্রষ্ট নষ্ট মানুষের হুঙ্কার!
কখন কি হয়, করে সর্বদাই চীৎকার!
নিজের দেহে কলঙ্ক মেখে অপরকে করে প্রহার!
এই দৈন্যতার চাষ করে ভাবি, আমি দুর্বার, আমি দুর্বার!


আকাশের মত নয়তো উদার!
তবু স্বপ্ন দেখায়, কন্ঠে দিবে মণিহার!
প্রতারণা করে কেড়ে নেয় আব্রু-ইজ্জত প্রেমিকার
এই দৈন্যতার চাষ করে ভাবি, আমি দুর্বার, আমি দুর্বার!


দুর্নীতি করেও উচ্চকন্ঠ তার!
শ্বাসনালী চেপে ধরে প্রতিবাদী জনতার!
সুযোগ বুঝে করে ভিনদেশে টাকার পুঁটলি পাচার!
এই দৈন্যতার চাষ করে ভাবি, আমি দুর্বার, আমি দুর্বার!



গতকাল প্রিয় কবি মোঃ মমিনুল ইসলামের “রুবাই-৩১” কবিতায় উদ্বুদ্ধ হয়ে প্রথম স্তবকটি মন্তব্য করেছিলাম, তার সাথে আর চারটি স্তবক সংযুক্ত করে এ কবিতাটি পোষ্ট করলাম। তাই কবিতাটি মোঃ মমিনুল ইসলামের নামে উৎসর্গ করলাম।